আলয়অক্ষসূত্র

অক্ষসূত্র

অক্ষসূত্র

বিশেষ্য

  1. জপমালা। ‘একাসনে অনশনে অন্নদার ধ্যান-মনে অক্ষসূত্র কমণ্ডলুধারী।’ — অন্নদামঙ্গল।
  2. যে সূত্র বা সুতায় জপমালা গ্রথিত হয়।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত, অক্ষ + সূত্র; অক্ষ (জপমালা) তার সূত্র — ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র