আলয়অক্ষ

অক্ষ

অক্ষ

বিশেষ্য

  1. খেলবার পাশা; পাশক; পাশার ঘুটি; পাশা (অক্ষক্রীড়া); a die or cube.
  2. পদ্মবীজ; রুদ্রাক্ষ বীজ (অক্ষমালা)।
  3. (বৈদ্যকে) ঋষভক; কাঁকড়াশৃঙ্গী; দেবশিরীষ; বহেড়া; তুঁতিয়া (তুঁতে); রসাঞ্জন; সৌবর্চল লবণ; ধূনা; তিনিশ বৃক্ষ।
  4. (বাণিজ্যে) এক কর্ষ বা ভরি পরিমাণ; ১৬ মাসা (বিশ্বপ্রকাশ, সংস্কৃত অভিধান); দুই তোলা (সুশ্রুত)।
  5. (ভূগোল) গোলকপৃষ্ঠে বিষুব রেখার উভয় পার্শ্বের যে কোন স্থানের দূরত্ব আবর্তন দণ্ড; মেরুকেন্দ্র রেখা; axis (পরিভাষা); যথা— অক্ষদণ্ড।
  6. (খগোলে) রবিমার্গ হতে কোনো নক্ষত্র বা গ্রহের দূরত্ব পরিমাণ; গ্রহগণের পরিভ্রমণের পথ; রাশিচক্রের অবয়ব; latitude.
  7. (জ্যোতিষ) রাশিচক্রের অবয়ব।
  8. (ব্যবহার শাস্ত্র) ব্যবহার; আইন; রাজনীতি Law; Jurisprudence.
  9. (শিল্প) রথাদির চাকা বা চাকার মধ্যস্থ দণ্ড বা ঈশ, রথাদির অবয়ব বিশেষ; চক্র; চক্রের মধ্যমণ্ডল; ভিতরের ঈশ; axle; শকট; রথ।
  10. ইন্দ্রিয় (প্রত্যক্ষ, পরোক্ষ; যথা— অধোক্ষজ); চক্ষু (যথা— অক্ষপাদ গৌতম)।
  11. [‘অক্ষো…জ্ঞানে চাত্মনি’ — হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়] আত্মা; জ্ঞান।
  12. জন্মান্ধ।
  13. কুস্তি; মল্লযুদ্ধ।
  14. সর্প।
  15. রাবণের জনৈক পুত্র।
  16. গরুড়।
  17. প্রাণীদেহের প্রধান অস্থি, axis;
  18. কাশ্মীরের রাজা, দ্বিতীয় নররাজের পুত্র, গোপাদিত্যের পিতা (৫৯৮ শকাব্দের পূর্বে আবির্ভূত হন। ইঁহার নির্মিত দেবপুরীর নাম অক্ষবাল — বিশ্বপ্রকাশ, সংস্কৃত অভিধান)।

বিশেষণ

  1. আত্মজ্ঞ।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত অক্ষ্ (ব্যাপা) + অ (কর্তৃবাচ্যে)।
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র