আলয়অংশ

অংশ

অংশ

  • অংশো
  • ɔŋʃo
  • ansha/ansho
  • aṃśa

সংস্কৃত সকর্মক ধাতু

বিভাজন, পৃথক্‌করণ। ‘অংশয়তি ধনং বণিক্’ —কবিকল্পদ্রুম, গুরুনাথ কাব্যতীর্থ সম্পাদিত।

ব্যুৎপত্তি

অদন্ত চু, প—অংশয়তি, (তারানাথ তর্কবাচস্পতি, ‘বাচস্পত্য’ অভিধান); অংশাপয়তি; সেট্।

অংশ

  • অংশো
  • ɔŋʃo
  • ansha/ansho
  • aṃśa

বিশেষ্য

  1. বিভাজন; পৃথক্‌করণ; বণ্টন; ভাগ; part; division. প্রয়োগ— ‘২ অংশ হাইড্রোজেন এবং ১ অংশ অক্সিজেন সংযুক্ত হইয়া জল হয়।’
  2. পিত্রাদিধন-বিভাগ; বিভাগ; বণ্টন; রিক্‌থ-ভাগ; প্রয়োগ— ‘যদি পিতা বিভাগ করিয়া দেন, তাহা হইলে পুত্রদিগকে (স্বোপার্জিত ধন) ইচ্ছামত অংশ করিয়া দিতে পারিবেন।’ * * * পিতার পরলোক-প্রাপ্তির পর বিভাগ করিলে, স্ত্রীধন-রহিত মাতা ও পুত্রদিগের সমান অংশ প্রাপ্ত হইবেন।’ —যাজ্ঞবল্ক্য।
  3. দায়ের ভাগ; রিক্‌থ-বিভাগ; উদ্ধার; share। প্রয়োগ— ‘অনংশৌ ক্লীবপতিতৌ জাতান্ধবধিরৌ তথা’ —মনুসংহিতা।
  4. একদেশ; বস্তুর একদেশ; অবয়ব; একভাগ; স্থান বিশেষ; নির্দিষ্ট স্থল। প্রয়োগ— ‘আরব দেশের কোন কোন অংশ সর্বদা উত্তপ্ত থাকে।’ ‘… মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ’ —গীতা। ‘তেঁহো যার অংশ’— চৈতন্যচরিতামৃত। ‘আলেখ্যের অপর অংশে’— সীতার বনবাস, শিবরতন মিত্র।
  5. টুকরা; খণ্ড; ‘বিন্দুমাত্র ভেষজ-পদার্থ কোটী কোটী অংশে বিভক্ত হইয়াও তদ্বারা দুরারোগ্য ব্যাধি প্রশমিত হয়।’— ভৌতিকতত্ত্ব।
  6. ভগ্নাংশ; fraction [সামান্য ভগ্নাংশ—simple fraction. দশমিক ভগ্নাংশ = Decimal fraction]।
  7. ভূপরিধির বা বৃত্তপরিধির ৩৬০ ভাগের এক এক ভাগ এক একটি অংশ; অক্ষাংশ; দ্রাঘিমাংশ; ‘অক্ষস্যাংশাঃ সমাখ্যাতাঃ ষষ্ট্যুত্তরশতত্রয়ম্।’
  8. (জ্যোতির্বিদ্যা) রাশিচক্রের ত্রিশ ভাগের এক ভাগ; দিন, তুলনামূলক— অংশক।
  9. (গণিত) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ, mantissa of a logarithm (কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা)।
  10. শরীর বা যন্ত্রাদির প্রত্যঙ্গ; ‘একটি বিদ্যুৎ-পরিচালক দুই অংশে বিভক্ত। সুচ্যগ্রবিশিষ্ট প্রথমাংশ এক গাছি লৌহ শিক, * * দ্বিতীয়াংশ একটি লৌহপাত’—ভৌতিকতত্ত্ব। ‘সেলায়ের কলের অংশ গুলি খুলে পরিষ্কার কর।’
  11. অঙ্গ; অবয়ব; মূর্তি; রূপ। ‘মনে মনে প্রভুর হইল অভিলাষ। এক অংশ চারি অংশে হইব প্রকাশ॥ … শ্রীরাম, ভরত আর শত্রুঘ্ন লক্ষণ। এক অংশে চারি অংশ হৈলা নারায়ণ॥’—কৃত্তিবাস। ‘যিনি দেবতাগণের অভ্যর্থনানুসারে দশরথগৃহে অংশ চতুষ্টয়ে অবর্তীণ হইয়া দুর্বৃত্ত দশাননের বংশ ধ্বংস করিয়াছেন।’ —বিদ্যাসাগর (বেতাল পঞ্চবিংশতি)।
  12. সূর্যমূর্তিবিশেষ।
  13. অবতার; দেবতার মূর্তি বা রূপ পরিগ্রহ; ভগবানের জীব-দেহে জন্মগ্রহণ; in carnation. ‘সৃষ্ট্যাদির নিমিত্ত যেই অংশের অবধান। সেই ত অংশের কহি অবতার নাম॥’ —চৈতন্য চরিতামৃত।
  14. বীর্য; তেজঃ; প্রভাব। ‘বিষ্ণু অংশে জন্ম।’
  15. পক্ষ; প্রকার; বিষয়; সম্বন্ধ। ‘অপত্যসংস্কারবিধি যথাবিধি সমাহিত হইবেক, কোন অংশে অঙ্গহীন হইবেক না।’ —বিদ্যাসাগর (সীতার বনবাস)। ‘জাত্যংশে শ্রেষ্ঠ দেখিয়া নবাব কন্যাকে কালাপাহাড়ের হস্তে অর্পণ করিতে সম্মত হইয়াছিলন।’ ‘এমন লোকের সঙ্গে কুটুম্বিতা হইলে তো সর্ব্বাংশে সুখজনক হইত’— আলালের ঘরের দুলাল।
  16. দ্বাদশ আদিত্যের একতম। দ্রষ্টব্য আদিত্য।

প্রয়োগ

  1. অবতার। ‘অবনী মণ্ডলে গীয়া নিজ নিজ অংশ হয়্যা।’ মালাধর বসু, ১৫০০।
  2. মূর্তি। ‘এক অংশে চারি অংশ হৈলা নারায়ণ।’ কৃত্তিবাস ওঝা, ১৬৫০।
  3. বিভাগ। ‘অবশিষ্ট যাহা ছিল তাহা অংশ করিয়া লইতে লাগিল।’ অক্ষয়কুমার দত্ত, ১৮৪৭।
  4. প্রকার। ‘অপত্যসংস্কারবিধি যথাবিধি সমহিত হইবেক, কোন অংশে অঙ্গহীন হইবেক না।’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ১৮৬০।

ব্যুৎপত্তি

সংস্কৃত ✓অংশ (অন্‌শ্‌ — ভাগকরা)  + অ (অচ্)—ভাববাচ্য; বৈদিক।

অংশ

  • অংশো
  • ɔŋʃo
  • ansha/ansho
  • aṃśa

বিশেষ্য

  1. যা ভাগ করা যায়; বিভক্ত-দ্রব্য; ভাগ। ‘অংশের অংশ যেই—কলা নাম তার’—চৈতন্য চরিতামৃত।

ব্যুৎপত্তি

সংস্কৃত ✓অংশ (অন্‌শ্‌ — ভাগকরা)  + অ (অচ্)—কর্মবাচ্য।

অংশ

  • অংশো
  • ɔŋʃo
  • ansha/ansho
  • aṃśa

বিশেষ্য

  1. স্কন্ধ; কাঁধ; অংস। ‘বিপুলাংশ’— রামায়ণ, কাশীনাথ পাণ্ডুরঙ্গ; ‘বিবর্ত্তী, ব্যূঢ়োত্তরাংশ’— মহাভারত; ‘মুখমংশবিবর্ত্তি’— অভিজ্ঞানশকুন্তল, বিদ্যাসাগর।

ব্যুৎপত্তি

সংস্কৃত ✓অংশ (অন্‌শ্‌ — ভাগকরা)  + অ (অচ্)—কর্তৃবাচ্য।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র