অকাল akāla বি. ১ অশুভ সময়, দুঃসময়; ২ অসময়, অপরিণত সময়; ৩ (জ্যোতি) অপ্রশস্তকাল, শুভকার্যের পক্ষে অনুপযুক্ত সময়; ৪ (বাং.) দুর্ভিক্ষ। ☐ বিণ. অপরিণত (অকাল বসন্ত)। [সং. ন+কাল]।
অকাল [অ (অপ্রশস্ত; অশুভ)— কাল (সময়)] বিশেষ্য, অসময়; যার যে সময় নয়; অপরিণত কাল; অপূর্ণ কাল। প্রয়োগ— অকাল মৃত্যু। ২ অশুদ্ধকাল; গুরু শুক্রের বৃদ্ধাস্ত-বাল্যাদি কাল; মলমাস ইত্যাদি; শুভকর্ম্মের অযোগ্য কাল। “এই দুই কর্ম্ম ব্রহ্মা করিতে সাধন। অকালে শরতে কৈল চণ্ডীর বোধন” — কৃত্তিবাসকৃত রামায়ণ। ৩ দুর্ভিক্ষ; দুঃসময়। ক্রিয়া-বিশেষণ, অকালে।