অকায় akāẏa বিণ. দেহবিহীন, অশরীরী। ☐ বি. ১ পরমাত্মা; ২ রাহুগ্রহ। [সং. ন+কায়]।
অকায় [ন = অ (নাই) কায় (দেহ) যার— বহুব্রীহি] বিশেষণ, শরীরবিহীন। ২ বিশেষ্য, পরমাত্মা। ৩ রাহুগ্রহ [সমুদ্রমন্থনকালে, রাহুদৈত্য ছদ্মবেশে দেবগণের সহিত অমৃত পান করিতে আরম্ভ করিলে, নারায়ণ তাঁর মস্তক ছেদন করেন। অমৃত তাঁর কণ্ঠদেশ পর্য্যন্ত গমন করায় রাহু অমরত্ব লাভ করেন বটে, কিন্তু মুণ্ড দেহ (কায়) হইতে বিচ্ছিন্ন হওয়ায় মুণ্ডসর্ব্বস্ব বা অকায় হন (দেহ কেতু নামে প্রসিদ্ধ হয়)— মহাভারত।]