অংশীদার
বিশেষ্য
- ভাগী। ‘আমার গুণ নেই, অথচ কেবল টাকা দিয়ে গুণের অংশীদার হচ্ছি।’ —রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৫।
- কারবারে অংশ আছে যার। ‘অংশীদারেরা শতকরা পঞ্চাশ টাকা লাভ …।’ —কাজী নজরুল ইসলাম, ১৯২২।
- অংশ। ‘যেমন উঁচু তেমনি চওড়া নাকটা, সমস্ত মুখের সে বারো-আনি অংশীদার।’ —রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯৩২।
ব্যুৎপত্তি
- সংস্কৃত অংশ২ + ফারসি দার।