আলয়ইন্দ্রদ্যুম্ন

ইন্দ্রদ্যুম্ন

ইন্দ্রদ্যুম্ন/ [ইন্দ্র-দ্যুম্ন (ধন)-ইন্দ্রের ন্যায় ধনযার—বহুব্রীহি] বিশেষ্য, অবন্তীর জনৈক সূর্যবংশীয় রাজা। ইনি পরম বিষ্ণুভক্ত ছিলেন। ইনিই পুরীধামে জগন্নাথদেবের মন্দির ও দারুময় মূর্তি প্রতিষ্ঠা করেন। মতান্তরে ইনি অযোধ্যার অধিপতি ছিলেন। ‘পূর্ব্বে ছিলা অযোধ্যায় রাজা ইন্দ্রদ্যুম্ন বায়, সূর্য্যবংশে সূর্য্যের সমান।’—অন্নদামঙ্গল। ২ গন্ধমাদনের সন্নিকটস্থ সরোবর বিশেষ। ৩ অযোধ্যারাজ ইন্দ্রদ্যুম্ন কর্তৃক পুরীধামে প্রতিষ্ঠিত হ্রদ। ‘* * গরুর খুরে, মাটী উড়ে যায় দূরে, তাহে এই ইন্দ্রদ্যুম্ন হ্রদ।’—অন্নদামঙ্গল, ভারতচন্দ্র রায়গুণাকর। ৩ জনৈক রাজা (পত্নীর নাম ছিল অহল্যা)।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র