আলয়ইন্দ্রজাল

ইন্দ্রজাল

ইন্দ্রজাল/ [ইন্দ্র (ইন্দ্রিয়)-জাল (আচ্ছাদন করা) অ (কর্তৃবাচ্য)-যে ইন্দ্রিয় আচ্ছাদন করে অর্থাৎ ভ্রান্তিতে পাতিত করে] বিশেষ্য, চতুঃষষ্টি কলা বিদ্যার অন্তর্গত বিদ্যাবিশেষ; যদ্বারা অপ্রকৃত বস্তুতে প্রকৃতভাব দর্শন করায়; কুহক; ভেল্কী; ভোজবাজী। ২ মায়া। ৩ ছল; প্রতারণা। ইন্দ্রজাল বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র