আলয়ইজারা

ইজারা

ইজারা/ [আরবী ইজ়ারা। গ্রাম্য ইজেরা] বিশেষ্য, ভূমি ভোগাধিকার স্বত্ব বিশেষ; একাধিক বৎসরের জন্য হস্তবুদ খাজনার নিয়মে জমিদারের নিকট হতে গৃহীত গ্রাম। ২ নির্দিষ্ট জমায় মেয়াদী বন্দোবস্ত; ঠিকা mortgage; lease. ৩ [বাংলায় সাধারণত] স্বত্ব দখল; একচেটিয়া অধিকার [দ্রষ্টব্য—ইজারা রাজস্ব আদায়ের চুক্তিমাত্র ইহাতে জমি দখলি স্বত্ব জন্মে না। ‘Especially employed to denote a lease or farm of land held at a defined rent or revenue; whether from Government direct or from an intermediate payer of the public revenue; a farm or lease of the revenue of a village or district, also of customs, or collections of any descripion, as of custom any fees or allowances; any items of revenue letting lands on farm or lease; the lands so let; a contract; a monopoly.-Wilson.  ইজারা বি. নির্দিষ্ট খাজনায় জমি কারবার প্রভৃতির মেয়াদি বন্দোবস্ত, ঠিকা, লিজ। [আ. ইজারা]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র