ইট
বিশেষ্য
- দগ্ধমৃত্তিকা; যদ্দ্বারা অট্টালিকাদি নির্মিত হয়। ‘ইটের মত শক্ত।’ —দ্বিজেন্দ্রলাল রায়।
- পাকা ইমারত তৈরির জন্য রোদে বা আগুনে পুড়িয়ে শক্ত করা মাটির আয়তাকার পিণ্ডবিশেষ, ইষ্টক।
- ঘরবাড়ি নির্মাণোপযোগী বিশেষ আকৃতির সাধারণতঃ চতুষ্কোণ মৃত্তিকা খণ্ড; এটি আগুনে পোড়াইলে পাকা ইট হয়। রৌদ্রে শুষ্কালে কাঁচা বা আমা ইট হয়।
ব্যুৎপত্তি
- সংস্কৃত ইষ্টক; পালি ইট্টক; প্রাকৃত ইট্টা; হিন্দি ইটা। চিলটি ইটা (ঢেলা)।