একপর্ণিকা
[এক (একটি মাত্র) পর্ণ, পর্ণিকা (পত্র) ভক্ষ্য যার, অন্ত লোপ—বহুব্রীহি, অপর্ণা হবার পূর্বে উমা যখন এক একটি মাত্র পর্ণ ভোজন করে তপস্যা করেছিলেন তখন তাঁর একপর্ণা নাম হয়] বিশেষ্য, মেনকার গর্ভজা হিমালয় কন্যা; অসিতদেবলের পত্নী; অপর্ণা ও একপাটলার সহোদরা।