একতন্ত্রী
[একতন্ত্র + ঈ (যুক্তার্থে)] বিশেষ্য, বীণাজাতীয় একতারযুক্ত বাদ্যযন্ত্র বিশেষ। অলাবু (লাউ) খর্পরে (খোলায়) একটি বংশদণ্ড যোজিত এবং সেই দণ্ডের উপরিভাগে একটি মাত্র কীলক সম্বন্ধ থাকে ও তাহাতে একগাছি লৌহ তার সংযোজিত থাকে।—যন্ত্রকোষ। অপর নাম ‘একতন্ত্রিকা’; ‘একতারা’ (দ্রষ্টব্য)। ২ বিশেষণ, একতন্ত্রযুক্ত; একসম্প্রদায়ভূক্ত; এক মতাবলম্বী।