গণ্ডায় এণ্ডা মিলান
[তুলনামূলক—গোলে হরিবোল দেওয়া। পাঠশালে গণ্ডাকিয়া ইত্যাদি ঘোষাইবার সময় যে সকল ছাত্র ফাঁকি দেয় এবং সমস্ত বলিতে চাহে না তারা অন্য দশজনের সঙ্গে বাক্যের শেষাংশে ‘আণ্ডা’ মাত্র বলিয়া থাকে, যেমন সকালে সমস্বরে বলিল, ‘চার কড়ায় এক গণ্ডা’, তাহার মধ্যে কেহ বাক্য সমাপ্তিকালে বলিল’ ‘ণ্ডা’] ফাঁকি দেওয়া।