আলয়ক অক্ষর গোমাংস

ক অক্ষর গোমাংস

ক̆ অ̑ক্ষর গোমাংস̆

—বর্ণমালার যা প্রথমবর্ণ অর্থাৎ শিক্ষার সূত্রপাত তাও (গোমাংসের মত) মুখে আনিতে নাই; ‘ক’ অক্ষর গোমাংস তুল্য যার নিকট অস্পৃশ্য, অনুচ্চার্য্য এবং অশ্রাব্য। সুতরাং বর্ণজ্ঞান-বর্জ্জিত অবস্থা; লেখাপড়ার লেশমাত্র না থাকা; বর্ণপরিচয়হীন।

ক অক্ষর গোমাংস

[বাগধারা] যে বর্ণমালান্তর্গত বর্ণের আদ্যক্ষর ‘ক’ ও কখন অস্পৃশ্য গোমাংসের ন্যায় মুখে আনে নাই, অর্থাৎ বর্ণমালা স্পর্শও করে নাই; বিদ্যাহীন; মূর্খ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র