বাঙ্গালা ভাষার অভিধান
১. ক̑ই
১ [উচ্চারণ-সাদৃশ্য হেতু ‘কৈ’ এরূপও লিখিত হয়। সংস্কৃত—কিম্-ক্ব (কস্মিন্ অর্থে)— ক্বহি, কর্হি। প্রশ্নে] অব্যয়, কোথায় (শুদ্ধ প্রশ্নে)। প্রয়োগ— বই খানা কই দেখতে পাচ্চি না? ২ কোথায় (নৈরাশ্যের ভাবমিশ্রিত)। “কই গো বৃন্দে সই, বৃন্দাবন-চন্দ্র কই।” —রামরাম বসু। ৩ বৈপরীত্যবোধক; না এই অর্থে। “বাঁশরী বাজাতে চাহি বাঁশরী বাজিল কই।” —রবীন্দ্রনাথ ঠাকুর। “তোমার খাওয়া হয়েছে? কই হয়েছে?” ৪ বিস্ময়-বোধক। প্রয়োগ— কই তার ত কোনই অসুখ করে নাই! ৫ বিস্ময়ের সহিত কারণ বা হেতু সম্বন্ধে প্রশ্নের ভাব-বোধক। প্রয়োগ— কই সে আসবে বলে এল না? ৬ [এ, এই, এটি, এইটি, এই যে, এখানে ইত্যাদি অর্থে শিশু-সন্তানের প্রতি প্রযুক্ত] আদর অর্থে। প্রয়োগ— আমার সোণা কই, মাণিক কই, কই রে আমার নীলমণি।
২. ক̑ই
২ [সংস্কৃত—কবয়ী। “কবয়ী মৎস্যভেদে” —ত্রিকাণ্ডশেষ] বিশেষ্য, কবয়ী মৎস্য; কই মাছ। প্রয়োগ— কই মাছ ভাজা, কই দিয়ে কপি দিয়ে ঝোল ইত্যাদি।
৩. ক̑ই
৩ [‘কহি’র দ্রুত উচ্চারণ] ক্রিয়া, কহি; বলি। “সত্য সত্য পুনঃ সত্য ঊর্দ্ধ হস্তে কই। হয় নাই পরিত্রাণ হরিনাম বই॥” —শিবায়ণ। “তোমা বই কারে কই।” —বাংলা-গান।