এতেক
[সংস্কৃত ইয়ৎ >, প্রাকৃত এত্তেক] বিশেষণ, এত; এই পরিমাণ। ২ এতদূর; এ পর্যন্ত; এই অবধি। ৩ এই সমস্ত; এইটুকু। ‘এতেক কহিয়া রাজা, দূত পানে চাহি, আদেশিলা।’—মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত। ৪ এবম্প্রকার। এতেকে, এতেকেঁ [প্রাচীন বাংলা] এততে; এই হেতু। এতেকেই—এততেই।