এত

১. এত

[সংস্কৃত এতাবৎ। প্রাকৃত ইত্তিঅ, এত্তিঅ, এত্তঅ (ভাস, চারুদত্ত)—চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তুলনামূলক হিন্দি এত্তা] বিশেষণ, সংখ্যাধিক্য সূচক (বস্তুপক্ষে); ইয়ৎসংখ্যক; এতগুলো। প্রয়োগ— এত পুস্তক সংগ্রহ করিলে রাখিবে কোথায়?পরিমাণাধিক্যসূচক (বস্তুপক্ষে)। প্রয়োগ— এত দুধ খাইতে পারিবে না।বিষয়াধিক্যসূচক। ‘এত শিখিয়াছ এটুকু শেখনি কিসে কড়ি আছে দুটো?’—রবীন্দ্রনাথ ঠাকুর।প্রকারাধিক্যসূচক; নানাপ্রকার; বহুবিধ। ‘রাজপথ দিয়ে চলে এত লোকে, এমনটি আর পড়িল না। চোখে আমার যেমন আছে!’—রবীন্দ্রনাথ ঠাকুর।চরম বা পরিণাম সূচক অব্যয়। প্রয়োগ— ওঃ এত! এত দূর গড়াইয়াছে?এত অধিক; এত বার।

১. এত

[সংস্কৃত এতৎ >। (২) এ + ত (অধিকরণে)] সর্বনাম, এই; এতৎ।ইহাতে (দোহাকোষ ৯৬, ১০৪)।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র