১. এড়ান
১ [এড় দ্রষ্টব্য। এড়াই, এড়াও, এড়ান, এড়ায়, এড়াইতে, এড়াইয়া, এড়াইব (সংক্ষেপে এড়াব) ইত্যাদি। বৌদ্ধ বাংলা, প্রাকৃত এড়িএউ = এড়াও, ত্যাগ কর (চর্যাপদ ১/৪)] ত্যাগ করা; পরিহার করা। ‘কাননে পত্রের কুঁড়ে এড়ে এল তাল।’—ঘণরাম চক্রবর্ত্তী। ২ অব্যাহতি লাভ করা; নিষ্কৃতি লাভ করা; মুক্তি পাওয়া; ছাড়ান। ৩ অতিক্রম করা; ‘এড়াইয়া মেঘমালা মাতলি সারথি চালাইল বিমান।’—মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত। ৪ গড়াইয়া দেওয়া; ঢালা। প্রয়োগ— জল এড়ান। ৫ উপেক্ষা করা; লঙ্ঘন করা; অমান্য করা। ‘অলঙ্ঘ্য তোমার আজ্ঞা এড়াইতে নারি।’—শিবায়ণ, রামেশ্বর ভট্টাচার্য্য। ৬ দূরে রাখা। ৭ নিক্ষেপ করা। এড়িলেক চোখা চোখা শর।’ ৮ প্রেরণ করা। ‘তবে যে এড়িব ঘোড়া ক্ষিতি বিচরিতে।’—মহাভারত (শ্রীকরণ)। ৯ বিস্তার করা; ফেলা। ‘সন্ধান বুঝিয়া এড়ে জাল।’—ধর্ম্মমঙ্গল, ঘনরাম চক্রবর্ত্তী।
২. এড়ান
২ [এড়াওন > সংক্ষেপে] বিশেষ্য, নিষ্কৃতি; ছাড়ান; মুক্তি; অব্যাহতি। ‘দেবী বলে মোর ঠাঁই না গেলে এড়ান নাই।’ —কেতকাদাস। ‘যথায় যাউক তার নাহিক এড়ান।’—রামায়ণ, কৃত্তিবাস ওঝা। বিশেষণ, এড়ানিয়া (সংক্ষেপে — ‘এড়ানে’) ক্বচিৎ এড়াটিয়া (এড়াটে)।