আলয়এড়া

এড়া

১. এড়া

[এলা দ্রষ্টব্য। ড় = ল] বিশেষণ, এলাইয়া যাওয়া; বাসি। ‘এড়া ভাত।’পচা decomposed.উচ্ছিষ্ট; এঁটো। ‘এড়া রুটি খাওয়াইয়া করিব জাতি মারা।’—মনসা মঙ্গল (বিজয়)।

২. এড়া

[সংস্কৃত—ইড়্ = ত্যাগ করা, ইড়িত = ত্যক্ত, নিক্ষিপ্ত। এড়ি; এড়, এড়ই (প্রাচীন বাংলা) এড়া, এড়ুন; এড়ে, এড়ন; এড়িতে; এড়িয়া (সংক্ষেপে এড়ে, এড়িব ইত্যাদি] ক্রিয়া, ত্যাগ করা; ছাড়া। ‘এড়ই আহ্মারে কাহ্ন না কর কচাল।’—শ্রীকৃষ্ণ কীর্তন।ফেল্।কাত কর্; আড় কর্।লঙ্ঘন কর; কৌশলে পরিহার কর। এড়ান দ্রষ্টব্য।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র