একেলা
[এক + ল (অসহায়ার্থে)। একলা, একলে, একলু, একেলা। স্ত্রীলিঙ্গ, একলী, একেলি (চর্যাপদ ২৮/৩), একেলী (বৈষ্ণব পদাবলী) একেলে (চর্যাপদ ৩৯/৫)] বিশেষণ, একলা; একাকী; নিঃসঙ্গ। ২ অসহায়। ৩ যিনি অন্যের সাহায্য ভিন্ন এমন কি যন্ত্রাদির সাহায্য না লইয়াও কেবল গান দ্বারা লোকের মনোরঞ্জন করতে পারেন।—সঙ্গীতরত্নাকর। স্ত্রীলিঙ্গ, একলী, একেলী—একাকিনী। ‘একল বুলসি কেহ্নে বৃন্দাবন মাঝে।’—শ্রীকৃষ্ণ কীর্তন।