আলয়একেলা

একেলা

একেলা

[এক + ল (অসহায়ার্থে)। একলা, একলে, একলু, একেলা। স্ত্রীলিঙ্গ, একলী, একেলি (চর্যাপদ ২৮/৩), একেলী (বৈষ্ণব পদাবলী) একেলে (চর্যাপদ ৩৯/৫)] বিশেষণ, একলা; একাকী; নিঃসঙ্গ।অসহায়।যিনি অন্যের সাহায্য ভিন্ন এমন কি যন্ত্রাদির সাহায্য না লইয়াও কেবল গান দ্বারা লোকের মনোরঞ্জন করতে পারেন।—সঙ্গীতরত্নাকর। স্ত্রীলিঙ্গ, একলী, একেলী—একাকিনী। ‘একল বুলসি কেহ্নে বৃন্দাবন মাঝে।’—শ্রীকৃষ্ণ কীর্তন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র