একাশ্রিতগুণ
[দার্শনিক পরিভাষা। এক (একজনেতে) আশ্রিত (নিবিষ্ট) যে গুন—সপ্তমী তৎপুরুষ (কর্মধারয়)] বিশেষ্য, একে নিহিতা বা নিবিষ্ট ধর্ম। এই গুন ২১ প্রকার। যথা—রূপ, রস, গন্ধ, স্পর্শ, একত্ব, একপৃথক্ত্ব, পরিমাণ, পরত্ব (নিকটত্ব), অপরত্ব (দূরত্ব), বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ, প্রযত্ন, গুরুত্ব, দ্রবত্ব, স্নেহ, সংস্কার, অদৃষ্ট (ধর্মাধর্ম), ও শব্দ।—সিদ্ধান্তমুক্তাবলী, [এর অপর নাম— ‘একৈকবৃত্তিগুণ’, ‘একাশ্রয়ত্ব’]।