আলয়একান্ত

একান্ত

একান্ত

[এক-অন্ত (শেষ) যার—বহুব্রীহি] বিশেষণ, নিতান্ত।অবধারিত।একের অবধারণ।নির্জন; বিরল। ‘চাহি শচী পানে—কহিলেন শচীকান্ত মধুর বচনে— একান্তে।’—মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত।ক্রিয়া-বিশেষণ, অত্যন্ত; অতিশয়। ‘আজু যদি মানিনি তেজবি কান্তে। জনম গোয়াওবি রোই একান্তে।’—বিদ্যাপতি।[পরিভানা, চিকিৎসাবিজ্ঞান] বিশেষ্য, প্রত্যেক ক্ষেত্রে সুনিশ্চিত সিদ্ধান্ত বা বিষয়— বোধক শব্দ (‘ত্রিবৃৎ বিরেচক এবং মদনফল বমন কারক’—এটি একান্তের দৃষ্টান্ত)। কিন্তু কোন কোন স্থলে নিশ্চিত ও অন্যান্য স্থলে অনিশ্চিত ফলপ্রদ এরূপ বোধক শব্দের নাম ‘অনেকান্ত’।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র