একাদশতনু
[একাদশ + তনু (মূর্তি) যার—বহুব্রীহি, যিনি একাদশ মূর্তিতে একাদশ রুদ্র নামে অভিহিত—অজ, একপাদ, অহিব্রধ্ন (অহির্বুধ্ন) পিনাকী, অপরাজিত, ত্র্যম্বক, মহেশ্বর, বৃষাকপি, শম্ভূ, হর ও ঈশ্বর। (মতান্তরে) অজৈকপাদ, অহিব্রধ্ন, বিরূপাক্ষ, সুরেশ্বর, জয়ন্ত, বহুরূপ, ত্র্যম্বক, অপরাজিত, বৈবস্বত, সাবিত্রি, হর] বিশেষ্য, শিব।