আলয়একাঘ্নী

একাঘ্নী

একাঘ্নী

[এক + হন্ (বধ করা) + টক্ (উপধা অকার লোপ) হ স্থানে ঘ = ঘ্ন; এক + ঘ্ন (নিপাতনে আকার) একাঘ্ন—স্ত্রীলিঙ্গ, একাঘ্নী। যে একজনকে সংহার করে] বিশেষ্য, লক্ষিত এক পুরুষঘাতিনী; অব্যর্থ মহা অস্ত্রবিশেষ [কর্ণ অর্জুনকে বধ করার জন্য এই অস্ত্র যত্নে রেখেছিলেন; কিন্তু দুর্যোধনের অনুরোধে ঐ অস্ত্র ঘটোৎকচের প্রতি নিক্ষেপ করেন] ‘যবে কর্ণ কালপৃষ্ঠধারী এড়িলা একাঘ্নী বাণ রক্ষিতে কৌরবে।’—মেঘনাদ বধ, মাইকেল মধুসূদন দত্ত।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র