একা
[একাকী > সংক্ষেপে] বিশেষণ, নিঃসঙ্গ; অদ্বিতীয়; একক; একলা। ‘একা যাব বর্দ্ধমান করিয়া যতন।’—অন্নদা মঙ্গল। ২ ক্রিয়া-বিশেষণ, নির্জনে। ‘একা একা থাকে, একা একা চিন্তা করে নিজ মনে।’—রবীন্দ্রনাথ ঠাকুর। ৩ শুদ্ধ; কেবলমাত্র। ‘একা রামে রক্ষা নাই সুগ্রীব তার মিতা।’—প্রবচন। ৪ যিনি অভিন্নরূপে স্থিতি করেন; দুর্গা।