আলয়একলব্য

একলব্য

একলব্য

বিশেষ্য, নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র। অদ্বিতীয় ধানুকী এবং আদর্শ গুরুভক্ত। ইনি দ্রোণাচার্য্যের নিকট অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য গমন করলে, নীচজাতি বলে আচার্য কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে দুঃখিত অন্তঃকরণে বনগমন পূর্বক কাষ্ঠময় (মতান্তরে, মৃন্ময়) দ্রোণমূর্তি নির্মাণ করে দৃঢ়তর অধ্যবসায় সহকারে একাগ্রচিত্তে অস্ত্রশিক্ষা আরম্ভ করেন এবং তার ফলে অর্জুনপ্রমুখ দ্রোণশিষ্যগণ অপেক্ষা অধিক ক্ষিপ্রহস্ত অস্ত্রকুশল হয়ে উঠেন। দ্রোণাচার্য একদা মৃগয়াব্যপদেশে সশিষ্য সেই বনে উপস্থিত হয়ে একলব্যের পরিচয় পাইলে তাঁর অস্ত্রপ্রয়োগ-নৈপুণ্যে বিস্মিত হন এবং গুরুদক্ষিণাস্বরূপ তাঁর দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রার্থনা করেন। একলব্য তৎক্ষণাৎ তাহা কর্তন করে গুরুকে দান করেন। আচার্য এইরূপে ছলক্রমে এই অদ্বিতীয় ধানুকীয় ক্ষমতা হ্রাস করিয়া অর্জুন প্রমুখ শিষ্যগণকে আশ্বস্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র