একপিঙ্গল
[এক + পিঙ্গ, পিঙ্গল (নীল—পীত চিহ্ন) যার (বহুব্রীহি) যার এক চক্ষু স্থানে নীল-পীত চিহ্ন আছে] বিশেষ্য, কুবের [গৌরীর প্রভাবে বামচক্ষু নষ্ট হওয়ায় শিবের অনুগ্রহে গৌরী নষ্ট চক্ষু স্থলে একটি পিঙ্গল বর্ণ চিহ্ন দেন।—পুরাণ।] ২ মহাদেবের সখা। ইনি যক্ষগণকর্তৃক পূজিত ও কুবেরের রাজধানীবাসী।