এই

এই

— [ইদম্ > ইমে + হি = ইএঁ + ই = এই (ভাষাতত্ত্ব)] সর্বনাম। বিশেষণ, সম্মুখবর্তী; পুরোবর্তী। প্রয়োগ— এই সমুদয় দেখিলে নয়নের তৃপ্তি হয়। ২ বিষয় বা বস্তু নির্দেশক। এই কথাই তোমায় বলিতেছিলাম। ৩ উপস্থিত; বর্তমান। প্রয়োগ— এই জীবনে। ৪ সম্বোধনে বা আহ্বানসূচক শব্দ (তুচ্ছার্থে); ওরে। ৫ শিশুদিগের ভয়প্রদর্শনসূচক। ৬ এখনি; এইক্ষণে; অবিলম্বে। প্রয়োগ এই এলাম ব’লে। এইমাত্র আসিয়াছি। ৭ এখন; অতঃপর; সম্প্রতি। প্রয়োগ— এই লও তোমার দ্রব্য, আমি চলিলাম। ৮ অপ্রত্যাশিত ঘটনা বা পরিণাম দর্শনে বিস্ময়-প্রকাশক শব্দ। এরূপ স্থলে ইহার সহিত ‘যা’ প্রায়ই যুক্ত হইয়া থাকে] এই। প্রয়োগ— এখন কি হবে! এই যা! ৯ হঠাৎ কোন পরিচিত ব্যক্তির সহিত অপ্রত্যাশিত ভাবে সাক্ষাৎ হলে যুগপৎ বিস্ময় ও হর্ষব্যঞ্জক। এরূপ স্থলে প্রায়ই ‘এই’ শব্দের সহিত ‘যে’ যুক্ত হয়। এই যে, তুমি এখানে কোথা হইতে? ১০ অনুরোধ রক্ষিত না হলে অনুরোধকারীর মনঃক্ষুন্নতা-সূচক [এরূপ স্থলে প্রায়ই ‘ত’ ‘এই’ শব্দের সহিত যুক্ত থাকে এবং ‘ত’র উপর জোর পড়ে; ‘ত’ তখন প্লুত উচ্চারিত ওকার যুক্তের মত শুনায়] প্রয়োগ— এই ত যা বললাম তার কিছুই করলে না। ১১ ভয়ব্যঞ্জক [এরূপস্থলে প্রায় ‘গো’ শব্দ যুক্ত থাকে] প্রয়োগ— এইগো।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র