আলয়এঁটে (em̐ṭe)

এঁটে (em̐ṭe)

১. এঁটে

, এটিয়া, এঠে [অষ্ঠি > পূর্ব বঙ্গ ব্যতীত অনুনাসিক উচ্চারণই সাধারণ] বিশেষ্য, কদলীর মূল; কলাগাছের গোড়া; গেঁড়; কদলী কচু ইত্যাদি গাছের মূল। ‘কত কষ্টে মিলে এঁটে নাহি থোড়।’—অন্নদা মঙ্গল।

২. এঁটে

[‘আঁটিয়া’র কুঞ্চিত আকার] ক্রিয়া-বিশেষণ, আঁটিয়া; কষিয়া; শক্ত করিয়া। ‘এঁটে ধরলে চিঁ চিঁ করে। ছেড়ে দিলে লঙ্কা মারে।’ —প্রবাদমালা। ‘বেশ করে এঁটে কাপড় পর প্রয়োগ— ফিতেটা এঁটে বাঁধ।’আঁটিয়া; পরাস্ত করিয়া; আয়ত্ত করিয়া; শাসন করিয়া। প্রয়োগ— সে দুরন্ত ছেলেকে কেউ এঁটে উঠতে পারে না।পাত্রস্থ হইয়া; ধরিয়া। প্রয়োগ— অত ছোট হাঁড়িতে সব চাল ধরবে কি? হাঁ এঁটে যাবে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র