ইসলাম/ [আরবী -ই̣ স্লাম = মুসলমান হওয়া] বিশেষ্য, মুসলমান। ‘আর হজরত মোহাম্মদ (দঃ) ছিলেন অগ্নি উপাসনার বিরোধী ইস্লামের প্রচারক।’ —সম্মিলনী, ১৩৩৪। ইসলাম বি. ১ হজরত মোহাম্মদ প্রবর্তিত ধর্ম মুসলমানদের ধর্ম। ইসলাম, ইস্লাম [আরবী ] বিশেষ্য, হজরৎ মুহম্মদ প্রবর্ত্তিত মুসলমান ধর্ম্ম। বিশেষণ, ইসলামী, ইসলামিয় -উক্ত ধর্ম্ম সম্বন্ধীয়।