আলয়ইল্বল

ইল্বল

ইল্বল/ বিশেষ্য, বাতাপি দৈত্যের ভ্রাতা। ইহারা ব্রাহ্মণের পরম শক্রদ্বয়। বাতাপি মায়ায় মেষ হইত এবং ইল্বল তাকে রাঁধিয়া গৃহাগত মুনিদিগকে ভোজন করাইত। তৎপরে মৃতসঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করিয়া ‘বাতাপি বাতাপি’ করিয়া ডাকিলেই সে মুনির উদর ভেদ করিয়া বাহির হইত এবং তাতে মুনির মৃত্যু হত। এইরূপে দুই ভ্রাতায় বহু ব্রাহ্মণ বধ করিয়াছিল। অবশেষে মহাতেজস্বী অগস্ত্য মুনি কৌশলে দৈত্যদ্বয়কে বধ করেন। তিনি মেষরূপী বাতাপিকে উদরস্থ করিয়া তপোবলে স্বীয় উদরেই তাকে জীর্ণ করিয়া বিনাশ করেন। ইল্বল তখন ভ্রাতৃশোকে প্রাণত্যাগ করে। ২ মৎস্যবিশেষ। ৩ নক্ষত্রবিশেষ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র