ইলেক/ [ই (‘ই’র আকৃতি বা তদ্রূপ) লেক (লেখ বা রেখা)] বিশেষ্য, ‘৻’ এইরূপ বাঁকা রেখা; চিহ্ন; আঁক; কাহন বা টাকার পর পণ বা আনা না থাকিলে ‘৲’ এইরূপ চিহ্ন দিতে হয়; এবং গণ্ডার পূর্বে পণ বা আনা না থাকিলে ‘৻’ এইরূপ চিহ্ন দিতে হয়। প্রয়োগ— ১৫৲ পনর টাকা, ৻১৫ পনর গণ্ডা, এই চিহ্নগুলিকে ‘ইলেক’ বলে। মণ ও বিঘার পর এবং সের ও কাঠার পূর্বে ‘৴’ এইরূপ চিহ্ন দিলে তাকেও ‘ইলেক’ বলে। যেমন—৩৴ (তিন মণ), ১০৴ (দশ বিঘা), ৴৫ (পাঁচ সের), ৴৩ (তিন কাঠা)। ‘যতেক তঙ্কার কড়ি বামে ইলেক দিবে।’ —শুভঙ্কর। ইলেক বি. টাকা, গণ্ডা প্রভৃতি নির্দেশক গণিতের বর্ত. অপ্র. চিহ্নবিশেষ। [দেশি]। তু. ঈষৎ লেখ]।