Modal title

Modal title

আলয়ইয়ে

ইয়ে

ইয়ে/ বি. স্মরণ হয় না এই অবস্থায় অথবা বাঞ্ছিতভাব প্রকাশের উপযোগী শব্দ খুঁজে না পেলে ফাঁক পূরণের শব্দ। [দেশি]। ইয়ে, -এ [কথ্য] অব্যয়,  কথার মাত্রা স্বরূপ, ইহা বাক্য সম্পূর্ণ ও সার্থক করিবার জন্য ব্যবহৃত হয়। যে শব্দ মনে বা মুখে আসিতেছে না ইহা দ্বারা সেই উহ্য শব্দের অর্থ করিয়া লওয়া যায়। ‘তাড়াতাড়ি জিব কাটিয়া দুলাল বলে, ছিছি! জিবটার একটু ইয়ে নেই তোমার।’—বঙ্গবাণী, ১৩৩৩। (এখানে ইয়ে = সংযম, লাগাম)।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র