ইয়ত্তা/ [ইয়ৎ + তা (ভাববাচ্য)। তুলনামূলক হিন্দি ইহাঁ তক্] বিশেষ্য, এতপরিমাণ; সংখ্যা; গণনা; অবধারণ। ‘অদৃষ্টপূর্ব ঐ সভা সম্যক্ নিরীক্ষণ করিয়াও দৃষ্টান্তদ্বারা নির্দ্দেশ বা ইয়ত্তা করা কোন ক্রমেই সম্ভাবিত নহে।’—মহাভারত (প্রতাপচন্দ্র রায়)। ক্রিয়া, ইয়ত্তা করা। ইয়ত্তা বি. ১ পরিমাণ বা সংখ্যা; ২ হিসাব; ৩ সীমা। [সং. ইয়ৎ + তা]।