ইন্দ্রজিৎ/ [ইন্দ্র-জিৎ-জি (জয় করা) + ক্বিপ (কর্তৃবাচ্য)—যে জয় করে। যে ইন্দ্রকে জয় করিয়াছে] বিশেষ্য, রাবণপুত্র; মেঘনাদ। ‘আমারে জিনিয়া বেটার নাম ইন্দ্রজিৎ’—কৃত্তিবাস ওঝা। ২ বিশেষণ, ইন্দ্রজয়কারী; বাসবজয়ী। ‘কি কৌশলে, রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে-অজেয় জগতে-উর্ম্মিলাবিলাসী নাশি, ইন্দ্রে নিঃশঙ্কিলা।’—মেঘনাদবধ কাব্য [মেঘনাদ মহামায়ার পূজা করে মায়াবল লাভ করেছিলেন। রাবণের দিগ্বিজয় সূত্রে দেবরক্ষে যুদ্ধ বাধলে, মেঘনাদ মায়াবলে অদৃশ্য থেকে ইন্দ্রকে মায়াতে আচ্ছন্ন, শরজালে অবসন্ন এবং মায়াপ্রভাবে বন্দী করে লঙ্কায় নিয়ে যান। ব্রহ্মা প্রমুখ দেবগণ তখন রাবণকে সাধুবাদ ও মেঘনাদকে বরদানে তুষ্ট করে ইন্দ্রকে মুক্ত করেন। মেঘনাদ প্রথমে অমর হবার বর চেয়েছিলেন, ব্রহ্মা সে বর দিতে অসম্মত হলে, তিনি এই বর চান— ‘যুদ্ধে জয়লাভের ইচ্ছা করে যখন আমি বিধি পূর্বক হোম করব তখনি যেন আমার জন্য অগ্নি হতে অস্ত্র সহিত রথ উত্থিত হয়; এবং যতক্ষণ সেই রথে অবস্থান করব ততক্ষণ যেন অমর হই এবং হোম সমাপন না করে সংগ্রাম করলে যেন আমার মৃত্যু হয়।’ —ব্রহ্মা সেই বরই দিলেন, এবং বললেন, ‘অতঃপর মেঘনাদের নাম হইল ইন্দ্রজিৎ।’ ইনি নাগপাশ শন্ত্রে সুশিক্ষিত ছিলেন। লক্ষ্মণের হস্তে নিহত হন]। ইন্দ্রজিৎ বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ। ☐বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে।