আলয়ইন্দু

ইন্দু

ইন্দু/ [ইন্‌দ্‌ (প্রভুত্ব করা) + উ (কর্তৃবাচ্য), যিনি নক্ষত্রগণ মধ্যে আধিপত্য করেন। কিংবা উন্‌দ্‌ (আর্দ্রহওয়া) + উ; উ = ই। যিনি সুধায় আর্দ্র হন] বিশেষ্য, চন্দ্র; সুধাকর। ২ [চন্দ্রের ন্যায় শুভ্র বলিয়া] কর্পূর [বিরল] ৩ [প্রাচীন ভারতীয় সংস্কৃত সাহিত্য। ‘In ancient Indian mythology, however the same drink indentified with the juice of immortality of the Gods, and the seat of this divine drink to the moon the golden-gleaming drop in the sky.’ —pp. ৫৮-৫৯ foot-note of Introduction to A History of Indian Literature vol. I. Winternitz. Cal. U. Edn.] অমৃতবিন্দু; বিন্দু drop. ৪ [বৈদিক ইন্দু = সোমলতা, সোমরস। ইন্দু + র = সোমপায়ী- চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়] ইন্দ্র। ইন্দু বি. চাঁদ, সুধাকর। [সং. √ ইন্দ্ + উ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র