ইন্দী/ [সংস্কৃত ইন্দ্রিয় (বীর্য) > গ্রাম্য সংক্ষেপণ, বা ইন্দ্ (পরমৈশ্বর্য) + ই, ঈ = কর্তৃবাচ্য] বিশেষ্য, লক্ষ্মী; সামর্থ্য; সম্বল; শক্তি; যোগ্যতা। গ্রাম্য-অশিষ্ট উক্তিতে। ‘পোঁদে নেই ইন্দি ভজরে গোবিন্দী।’ (নিজের নেই কোমরের জোর, সুতরাং শক্তির জন্য গোবিন্দ ভজ) —প্রবচন। (২) সম্বলহীনের গোবিন্দ নামে ভিক্ষা বা লক্ষীছাড়ার লক্ষ্মীপতিকে স্মরণ করার ইঙ্গিত। ২ [প্রাচীন বাংলা] ইন্দ্রিয়। ‘পাঞ্চ ইন্দি।’—বৌদ্ধগান ও দোহা।