আলয়ইতু

ইতু

ইতু/ [ইন (সূর্য) > ইত > ইতু, কিন্তু অধিক সম্ভব-মিত্র (সূর্য) > মিতু > ইঁতু > ইতু বা ‘ইষ্ট’ (পূজা-সূর্য পূজা) > ইতু। পূজার মন্ত্রেও আছে ‘মিত্রায় নমঃ’। (২) ‘সংস্কৃত ইন্দ্র > ব্রাহ্মী লেখে ইত্র ইতু?’ —চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়] বিশেষ্য, সূর্যপূজার ঘট; অগ্রহায়ণ মাসে দ্বাদশটি ক্ষুদ্র ঘটে দ্বাদশ সূর্যের পূজা হয়— ইহাই ইতু পূজা। অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারের ভোরে শস্য সম্পত্তি কামনায় পূজিত সূর্যদেব। ইতু বি. ১ সূর্য; ২ মিত্র; ৩ সূর্যপূজার ঘট। [সং. মিত্র > মিতু > ইতু]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র