আলয়ইচ্ছা

ইচ্ছা

ইচ্ছা

বিশেষ্য

  1. বাঞ্ছা; স্পৃহা; অভিলাষ; বাসনা। ‘ইচ্ছা করে ধাক্কা দিয়েছে’; ‘বিষয় অনুরাগ হতে কামনা, কামনা হতে ইচ্ছা জন্মে, ইচ্ছা হতে তৃষ্ণা প্রবলা হয়।’
  2. উৎসাহ।
  3. প্রবৃত্তি; রুচি (খাওয়ার ইচ্ছা নেই); volition. ‘ইচ্ছা হইল তব ভানু প্রকাশিল।’ —ব্রহ্মসঙ্গীত।
  4. অভিপ্রায়; আকাঙ্ক্ষা (কর্তার ইচ্ছায় কর্ম)।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত √ ইষ্ (ইচ্ছা করা) + অ (ভাববাচ্য) ষ = ছ। তুলনামূলক ইংরেজি wish. সুইডিশ onsks. প্রাচীন বাংলা, ব্রজবুলি, মরাঠি ‘ইচ্ছা’, ‘ইৎসা’ ইত্যাদি গ্রাম্য কথ্য ‘ইচ্ছে’। ‘ইচ্ছাএ’ = ইচ্ছায় (শ্রীকৃষ্ণকীর্তন)। ‘ইছলি’ = ইচ্ছা কর, ইচ্ছা করিতেছ (ঐ)’, বৈষ্ণবপদাবলীতে ‘ইৎসা’। — বাঙ্গালা ভাষার অভিধান।
  2. সংস্কৃত √ ইষ্ + অ + আ — সংসদ বাংলা অভিধান।

ইচ্ছা

ক্রিয়া

  1. ইচ্ছা করা। ‘ইচ্ছি মরিবারে।’—মেঘনাদবধ কাব্য। ইচ্ছিলে-ইচ্ছা করিলে।
  2. মনোনীত করলে; পছন্দ করলে। ‘কহগো নিরুপমা কাহার বোলে রামা ইচ্ছিলে বুঢ়া জটাধরে।’—কবিককঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।

ব্যুৎপত্তি

  1. দেশি ইচ্ছি, ইচ্ছ, ইচ্ছে, ইচ্ছিতে; ইচ্ছিয়া ইত্যাদি। অতি প্রাচীন বাংলা—ইচ্ছেঁ = ইচ্ছা দ্বারা (দোহাকোষ ১১১) > (‘ইচ্ছে’ মধ্য বাংলা পদ্যে) = ইচ্ছায়। ইছিয়া-দ্রষ্টব্য
পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র