ইচলী
বিশেষ্য
- চিংড়ী মাছ। পূর্ববঙ্গে ইচা মোচাচিংড়ীকে বলে। কোন কোন স্থলে ছোট বড় নির্বিশেষে চিংড়ী মাছ। ‘খোড়, উডুম্বর ইচলি মাছে। খাইলে মুখের অরুচি ঘুচে।’—কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
ব্যুৎপত্তি
- সংস্কৃত ইঞ্চাক এবং চিলিচিম এই দুই শব্দের মিশ্রণে ইঁচলা। পূর্ববঙ্গে ‘ইচা’ ‘ইঁচা’ (মনসা মঙ্গল—বংশী), ‘ইচিলা’ (ডাকের বচন)। পূর্ববঙ্গে গ্রাম্য ‘ইচলে’।