ইঙ্গুল
বিশেষ্য
- পারদবহুল ঘোর লোহিতবর্ণ খনিজ পদার্থবিশেষ; cinnabar. সংস্কৃত নাম হিঙ্গুল; দরদ; চিত্রাঙ্গ; ম্লেচ্ছ; চূর্ণ পারদ। ইহার রূপভেদে নামভেদ যথা— শ্বেতবর্ণের নাম চর্মাব, পীতবর্ণ হিঙ্গুলের নাম তণ্ডুক, গাঢ় রক্তবর্ণের নাম হংসপাদ।
- (স্ত্রীলিঙ্গ) ইঙ্গুলী — বৃক্ষবিশেষ।
ব্যুৎপত্তি
- সংস্কৃত হিঙ্গুল > ইঙ্গুল (হ লুপ্ত)।