ইক্ষ্বাকু
বিশেষ্য
- তিত লাউ।
- (পুরাণে) বৈবস্বত মনুর পুত্র, সূর্যবংশীয় প্রথম রাজা। ‘হাঁচির সময় বৈবস্বত মনুর নাক হতে জন্মগ্রহণ করেছিলেন।’ —বিষ্ণু পুরাণ।
ব্যুৎপত্তি
- সংস্কৃত ইক্ষু + আ + কৃ (করা) + উ (কর্তৃবাচ্য)। — বাঙ্গালা ভাষার অভিধান।
- সংস্কৃত ইক্ষু + √অক্ + উ। — সংসদ বাংলা অভিধান।