ইউরোপীয়তা
বিশেষ্য
- ইউরোপের বিশেষত্ব। ‘ভারতবর্ষের যাহা শ্রেষ্ঠধন তাহাও সার্বভৌমিক, য়ুরোপের যাহা শ্রেষ্ঠধন তাহাও সার্বভৌমিক, তথাপি ভারতবর্ষীয়তা এবং য়ুরোপীয়তা উভয়ের স্বতন্ত্র সার্থকতা আছে বলিয়া উভয়কে একাকার করিয়া দেওয়া চলে না।’ —চারিত্রপূজা।
- ইউরোপের অনন্যসাধারণ প্রকৃতি ও ধর্ম।
- ইউরোপীয় সংস্কৃতি।
ব্যুৎপত্তি
- ইংরেজি Europeanism.