আই-ঢাই āi-ḍhāi ক্রি-বিণ. হাঁসফাঁস, ছটফট (খাওয়া বেশি হওয়ায় শরীর আইঢাই করছে); শ্বাসরোধের মতো (গরমে শরীর আইঢাই করছে)। [দেশি]।
আইঢাই āiḍhāi [প্রাদে◦ আইচাই ও◦। আই (আগমেনর ভাব) ঢাই (ধাই-ধাবন, উদ্- গমেনর অর্থাৎ প্রানবায়ু বহির্গমনের ভাব) তুল-হাঁইফাঁই। প্রাণ যেন একবার ফিরিয়া আসিতেছে, আবার মনে হইতেছে যেন বাহির হইয়া যাইবে] ক্রি-বিণ, গলদ্ঘর্ম্ম ও শ্বাসরোধ হবার মত; ছট্ফট্। “শুষ্ক রসনা রোগের দহনে, রোগী করে আ◦।”-স◦ দত্ত। 2 বিণ, অস্হির; ব্যাকুল।