আলয়আঁটা

আঁটা

আঁটা

ক্রিয়া, ১ কষে বা শক্ত করে বাঁধা (‘তোমার রাখি বাঁধো আঁটি’: রবীন্দ্রনাথ ঠাকুর); ২ বাঁধা, পরা (পাগড়ি আঁটা); ৩ বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); ৪ সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); ৫ সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)। ☐ বিশেষণ, বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)। [বাংলা √ আট্ + আ]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র