আলয়আঁট

আঁট

আঁট — বিশেষ্য, ১ টান, দৃঢ়তা (বাঁধনের আঁট); ২ বাঁধুনি (কথার বেশ আঁট আছে); ৩ সংযম (মুখের আঁট নেই)। ☐ বিশেষণ, ১ দৃঢ় (বাঁধন আঁট করা); ২ টানটান, মাপে একটু ছোট টাইট, tight (জামাটা খুব আঁট হয়েছে)। [সংস্কৃত অট্ট?]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র