অসময় asamaẏa বিশেষ্য, ১ অনুপযুক্ত সময় (বিবাহের পক্ষে অসময়); ২ অপ্রকৃত সময়, অকাল (অসময়ের ফল, অসময়ের বৃষ্টি); ৩ দুঃসময় (দেশের এখন বড় অসময়, তার এখন বড় অসময় চলছে); ৪ যথাসময়ের বা উপযুক্ত কালের আগে বা পরে (অসময়ের সন্তান)। [সংস্কৃত ন + সময়]। ক্রিয়া-বিশেষণ, অসময়ে।