অর্ধ ardha বিশেষ্য, ১ সমান দুই ভাগের এক ভাগ (ব্যাসার্ধ); ২ দুই ভাগের যেকোনো এক ভাগ। ☐ বিশেষণ, বিশেষণের বিশেষণ, ১ আধা, আধাআধি (অর্ধাংশ); ২ দুই ভাগে বিভক্ত (অর্ধবঙ্গ); ৩ অসম্পূর্ণ বা আংশিক (অর্ধাশন; অর্ধাহার)। ☐ ক্রিয়া-বিশেষণ, আংশিকভাবে (অর্ধনির্মিত, অর্ধভুক্ত)। [সংস্কৃত √ ঋধ্ + অ]।