আলয়অভিমান

অভিমান

অভিমান abhi-māna বিশেষ্য, ১ অহংকার, গর্ব, দেমাক (আভিজাত্যের অভিমান); ২ প্রিয়জনের উপেক্ষা কিংবা অনাদরের জন্য ক্ষোভ বা মনোবেদনা; উপেক্ষা বা অনাদরের জন্য সাময়িক দুঃখ (‘সব রাগ অভিমান হঠাৎ ভুলিয়া গেলাম’: শরৎ)। [সংস্কৃত অভি + মান]।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ

শব্দসূত্র