অবাক১ (বর্জি.) অবাক্ (অবাচ্) বিশেষণ, ১ নির্বাক, বাক্যহীন; ২ বিস্মিত, আশ্চর্যান্বিত (শুনে আমি তো অবাক, অবাক কাণ্ড)। [সংস্কৃত ন + বাক্ (বাচ্)]।
অবাক২, অবাক্ abāka, abāk বিশেষণ, অবনত, নীচের দিকে নামানো। ☐ বিশেষ্য, দক্ষিণ দিক। ☐ অব্যয় নিম্নদেশ, অধোদেশ। [সংস্কৃত অব + √ অন্চ্ + ক্বিপ্]।